ভেড়ামারায় ৩ জেলের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

জব্দকৃত কারেন্ট জাল স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জব্দকৃত কারেন্ট জাল স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৩ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার  (২৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটকরা হলেন- রিপন হোসেন, লালন আহমেদ ও আবু আল বাশার। তারা মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

তিনঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল মারুফ জানান, ভেড়ামারা উপজেলা হার্ডিঞ্জ ব্রীজ ও আশপাশ এলাকা সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে দণ্ডবিধি ১৮৬০ এর (১৮৮) ধারা মোতাবেক চার দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া জব্দকৃত কারেন্ট জাল স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

ইলিশ রক্ষার জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।