গাইবান্ধায় জেলা মটর মালিক সমিতির নির্বাচন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) এ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী মকবুল হোসেন মুকুল এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এসএম নাজিবুর আমিন নান্নু।

এর আগে গত ২০ অক্টোবর ১১টি পদের মধ্যে ৮ জন কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকী ৩টি পদের মধ্যে শনিবার সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক নাপু ও সড়ক সম্পাদক পদে মো. কামরুল হাসান ভোটের মাধ্যমে নির্বাচিত হন।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী আবু বকর সিদ্দিক। তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, এ নির্বাচনে ৬৯ জন ভোটারের মধ্যে ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।