রাঙামাটিতে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

দ্বীপময় তালুকদার, ছবি: সংগৃহীত

দ্বীপময় তালুকদার, ছবি: সংগৃহীত

রাঙামাটির ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীপময় তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় রাজস্থলী থানায় একটি মামলা করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে দ্বীপময় তালুকদারের স্ত্রী প্রেমা তালুকদার এ মামলা করেন। বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মো. মপজল আহাম্মেদ খান।

বিজ্ঞাপন

আরও পড়ুন: রাঙামাটিতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ অক্টোবর) ঠিকাদারি সাইট থেকে বাড়ি ফেরার সময় বিকেল ৩টার দিকে রাজস্থলীর জিরো মাইল এলাকা থেকে অস্ত্রের মুখে দ্বীপময়কে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পর দিন বুধবার সকালে অপহরণের ঘটনাস্থলের পার্শ্ববর্তী জঙ্গলে পড়ে থাকা অবস্থায় দ্বীপময়ের গুলিবিদ্ধ রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্বীপময়কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে রাজস্থলী বাজার অনির্দিষ্ট্যকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।