খেলতে গিয়ে অটো চাপায় শিশু নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় খেলতে গিয়ে বাড়ির সরু পথে অটোরিকশা চাপায় চার বছরের শিশু নিহত হয়েছে। 

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় পৌরসভার  ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া ইউসুফ আলী হাজী বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিশু ইব্রাহিম ওই বাড়ির জামাল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ইভান হোসেন জানান, ইউসুফ আলী হাজী বাড়ির অটোচালক আলামিন বাড়ি থেকে গাড়ি বের করার সময় শিশুটি অটোতে চাপা পড়ে মারা যায়।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক সঞ্জয় দেবনাথ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। এদিকে অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’