কুষ্টিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ার হালসায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতির (২৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের হালসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের হারদী স্বাস্থ্য কেন্দ্র ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা আলী সাজ্জাদ জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস (বিএম পরিবহন) হালসা এলাকায় পার হলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হালসা ও স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় বাসের প্রায় ১০ যাত্রী আহত হন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছে

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাসান টুটুল নামের এক বাসের যাত্রী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, বাস চলতে চলতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসটি একপাশ শূন্যে উঠেছিলো, দুলছিলো।