গাইবান্ধায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে কারাদণ্ড

মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে কারাদণ্ড

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর ও ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, সদর উপজেলার মোল্লাচর এলাকার আশরাফ আলী (৪৫), হাবিবুর রহমান (৪০), ফুলছড়ি উপজেলার উড়িয়া এলাকার গাজীউর রহমান (৪০)। এসময় ৬ হাজার মিটার কারেন্ট জাল ও দুই কেজি মা ইলিশ জব্দ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন আটক জেলেদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও একজনকে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের উপ-পরিচালক (রিজার্ভ) মো. আব্দুল জলিল মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা, মো. আব্দুদ দাইয়ান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জীসহ অনেকে।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুদ দাইয়ান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ইলিশ সংরক্ষণে বিভিন্ন হাট-বাজার ও নদীতে মোবাইল কোর্ট পরিচালিত করা হচ্ছে। আজকের এ অভিযানে ৪ জেলেকে আটক করা হয়। এছাড়া ৬ হাজার মিটার কারেন্ট জাল ও দুই কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবং মা ইলিশ গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালক) এতিমখানায় বিতরণ করা হয়েছে।