৫ দিন পর মরদেহ ফেরত দিল বিএসএফ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীকান্ত রায়ের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

শ্রীকান্ত রায়ের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার পাঁচ দিন পরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার এক যুবকের মরদেহ ফেরত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

নিহত যুবকের নাম শ্রীকান্ত রায় (৩০)। তিনি হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলু রামের ছেলে। হরিপুর থানার ওসি আমিরুজ্জামান এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২০ অক্টোবর অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের সময় ভারতের খোচাবাড়ী ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা শ্রীকান্ত রায়কে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই গুলিতে ঘটনাস্থলেই শ্রীকান্ত নিহত হন।

বিজ্ঞাপন