ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবদুল হান্নান মিয়া (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা ও রংপুরের সীমান্তবর্তী অঞ্চলের চন্ডিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী আনোয়ারুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী গরুবাহী ট্রাক ও ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী শ্যামলী এনআর পরিবহনটি চন্ডিপুর নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আবদুল হান্নান মিয়া মারা যায়। এবং ট্রাকের চালক ও বাসের যাত্রীসহ ৬ জন আহত হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ইনচার্জ (ওসি) আবদুল কাদের জেলানি বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় আবদুল হান্নান মিয়া নামে একজন মারা গেছেন।

বিজ্ঞাপন