ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

মুনছুর আলী। ছবি: সংগৃহীত

মুনছুর আলী। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় সাপমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মুনছুর আলীকে (৫৫) ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মুনছুর আলী গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামের মৃত আজম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুনছুর আলীকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন