বরিশালে ১ জেএমবি সদস্য আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

আটক তরিকুল ইসলাম মিসকাত , ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আটক তরিকুল ইসলাম মিসকাত , ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরিশালে নিষিদ্ধ জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি শাখার তরিকুল ইসলাম মিসকাত (২৩) নামে এক সক্রিয় সদস্য কে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (২২ অক্টোবর) পাতারহাট থেকে উগ্রপন্থী বই এবং লিফলেটসহ তাকে আটক করা হয়।

আটককৃত মিসকাত মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাটের চর হোগলা এলাকার মো. আলম খানের ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তরিকুল ইসলাম মিসকাত মেহেন্দিগঞ্জ থেকে ২০১২ ও ২০১৪ সালে এসএসসি এবং এইচএসসি পাস করেন। তিনি ২০১৪ সালে বরিশাল শহরের স্থানীয় কলেজে অনার্সে ভর্তি হন। বরিশালে পড়াশোনা চলাকালীন সময়ে তিনি কতিপয় উগ্রপন্থীদের সঙ্গে মেলামেশা শুরু করেন এবং তাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন।

মূলত উগ্রপন্থী মতবাদ দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য সদস্যের সঙ্গে গোপনে বিভিন্ন মিটিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন তরিকুল ইসলাম। তিনি জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। দাওয়াতি কাজ পরিচালনার জন্য তিনি বরিশালের বিভিন্ন স্থানে গমন ও বর্তমানে উগ্রপন্থী কর্মকাণ্ড নতুনভাবে গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলেন।