বরগুনায় জোছনা উৎসব ১৩ নভেম্বর
বরগুনায় আগামী ১৩ নভেম্বর (বুধবার) ৫ম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ জোছনা উৎসব। উৎসবটি উপলক্ষে জেলার তালতলীতে এক প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুব আলম এর সভাপতিত্বে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সেলিম মিঞা, তালতলী থানা ওসি শেখ শাহিনুর রহমান প্রমুখ।
এর আগে গত শনিবার (১৯ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সভায় ১৩ নভেম্বর জোছনা উৎসবের তারিখ ঠিক করা হয়। জেলার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বর এর মোহনায় তালতলী উপজেলার শুভ সন্ধ্যা চরে এই উৎসব অনুষ্ঠিত হবে। পর্যটনশিল্পের সৌন্দর্যকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে নানা আয়োজন।
উল্লেখ্য ২০১৫ সালে স্থানীয় সাংবাদিক সোহেল হাফিজ এর উদ্যোগে প্রথম বরগুনায় শুরু হয় জোছনা উৎসবের। সেই থেকে উৎসবটি নিয়মিত উদযাপিত হয়ে আসছে।