কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে লঞ্চ-ফেরি সংঘর্ষে আহত ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

স্পিডবোটে করে লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

স্পিডবোটে করে লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর চায়না চ্যানেলের মুখে লঞ্চ ও ফেরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লঞ্চের ৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে কাঁঠালবাড়ি ঘাটে আনা হয়েছে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শিমুলিয়া থেকে ‘পীর দুদু মিয়া’ নামে একটি লঞ্চ যাত্রী নিয়ে কাঁঠালবাড়ির উদ্দেশে রওনা দেয়। অপরদিকে একই সময় কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি ফেরি শিমুলিয়ার দিকে রওনা দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেরি ও লঞ্চ দুইটি যখন পদ্মা নদীর চায়না চ্যানেলে পৌঁছে তখন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চের ৫ যাত্রী আহত হয়। তবে ফেরির কোনো যাত্রী আহত হয়নি।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক ইনচার্জ আক্তার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।