বরগুনায় মাদক মামলায় যুবকের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে জাবের গাজী (৪০) নামে এক যুবককে মাদক মামলায় ৮ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসাইন এ রায় দেন।

বিজ্ঞাপন

জানা যায়, বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়া এলাকার জাবের গাজীকে (৪০) ২০১৮ সালের ২০ মে নিজ বাড়ির পাশে মুদি দোকানের পিছন থেকে ১৫১ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। আমতলী থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো. রাসেল মাহমুদ বাদী হয়ে ১৯৯০ সালে মাদক নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারায় মামলা করেন। পরে এ মামলায় আদালত জাবের গাজীকে ৮ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন