শাহজাদপুরে লরিচাপায় দুই ব্যবসায়ী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় লরিচাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সরিষাকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল গ্রামের আব্দুল আজিজ (৫৮) ও মসিপুর গ্রামের মৃত বাবুলাল হোসেনের ছেলে দুলাল হোসেন (৩৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, মঙ্গলবার সকালে সরিষাকোল বাজার থেকে একটি মিনি ট্রাকে করে কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী পাবনার বেড়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মিনি ট্রাকে ওঠার সময় পেছন থেকে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজিজ মারা যান। গুরুতর আহত হন দুলাল হোসেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে​ক্সে নেওয়ার পর দুলাল মারা যায়।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরিটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।