কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা চলছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা চলছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

বিজ্ঞাপন

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া বিআরটিএ, জেলা প্রশাসন, জেলা পুলিশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। শুধু সড়ক দুর্ঘটনায় যে সংখ্যক মানুষ নিহত, আহত ও পঙ্গু হচ্ছেন, অন্য কোনো ক্ষেত্রে তা ঘটছে না। দুর্ঘটনায় নিহত ও আহত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোরও কেউ নেই। তাই চালকসহ পথচারীদের সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনা পুরোপুরি বন্ধ করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এতে করে অনেকটাই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজাদুর রহমান, বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক এটিএম জালাল উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক ও ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলম প্রমুখ।

এ সময় হাইওয়ে পুলিশ, চালক, বাস মালিক, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।