পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৭ জেলের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া ১৭ জেলে, ছবি: সংগৃহীত

আটক হওয়া ১৭ জেলে, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালিতে সরকারি আদেশ অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ১৭ জন জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) কুমারখালি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘কুমারখালী উপজেলার শিলাইদহ ও জগন্নাথপুর ইউনিয়নের পার্শ্ববর্তী পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় আজ (মঙ্গলবার) সকালে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৭ জন জেলেকে আটক করা হয়। আটককৃত প্রত্যেককে সরকারি আদেশ অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ১ বছর কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। ইলিশ মাছ ধরা, কেনা ও পরিবহন না করার জন্য সকলকে সতর্ক করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কুমারখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।