বরগুনায় গণপরিবহনে ডাকাতি, নারীসহ আহত ৪০

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ওই সিমেন্টের স্ল্যাব ফেলে সড়কে ডাকাতি। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ওই সিমেন্টের স্ল্যাব ফেলে সড়কে ডাকাতি। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের দক্ষিণ পাশে সড়কের উপর গাছের গুঁড়ি, সিমেন্টের স্ল্যাব ফেলে গণপরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় নারীসহ ৪০ জন আহত হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২১ অক্টোবর) সকালে বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, রাত ২টার দিকে ওই এলাকায় সড়কের উপর গাছের গুঁড়ি, সিমেন্টের স্ল্যাব ফেলে বাস-ট্রাক সহ একাধিক গণপরিবহনে ডাকাতি করে ১০-১২ জন ডাকাত। তারা যাত্রী ও চালকদের মারধর করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে ওই ডাকাতির ঘটনা। এতে আহত হয় নারীসহ ৪০ জন।

বিজ্ঞাপন

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।