ভেড়ামারায় মাদকসেবীর ১ বছরের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকসেবী রাশেদুজ্জামান তুহিনকে (৪৫) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে এ দণ্ড দেন ভেড়ামারা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত রাশেদুজ্জামান তুহিন ভেড়ামারা উপজেলার ধরমপুর এলাকার মৃত আরজ আলী মণ্ডলের ছেলে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ জানান, দুপুরে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের সামগ্রীসহ রাশেদুজ্জামান তুহিনকে আটক করা হয়। পরে তাকে এক বছর কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন