টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ায় জেলেকে মারধর, গ্রেফতার ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

মারধরের শিকার শ্রী সম্ভু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মারধরের শিকার শ্রী সম্ভু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মৎস্যজীবী সমিতির সভাপতি শ্রী সম্ভু (৩৮) নামের এক জেলেকে বেদম মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোববার (২০ অক্টোবর) পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শ্রীমুখ গ্রামের মোনারুল ইসলাম (২৮), রাসেল মিয়া (২৭) ও অনু মিয়া(৩৫)।

বিজ্ঞাপন

শ্রী সম্ভু চন্দ্র মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের মৃত চৈতা হাওলাদারের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘ক্ষমতা যার জলা তার’ এ সংক্রান্ত বিষয়ে শ্রী সম্ভু চন্দ্র সম্প্রতি একটি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ায় আক্রোশে শনিবার সকাল ১১টার দিকে সম্ভু চন্দ্রকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এসে কোচাশহর বাজারে তার ওপর নির্মম নির্যাতন চালায় দুর্বৃত্তরা।