দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে
দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কৃষকদের এগিয়ে আসতে হবে। এজন্য মাঠ পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের উপর বেশি গুরুত্ব দিতে হবে।
রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় কুষ্টিয়া সেচ সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদফতর কুষ্টিয়ার সহযোগিতায় 'বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয়' শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
এ সময় নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধান উৎপাদন বৃদ্ধিতে এগিয়ে আসতে কৃষকদের প্রতিও উদাত্ত আহ্বান জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি ঢাকার ক্রপল উইং পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক৷
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্যর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. কৃষ্ণ পদ হালদার, কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী।
কর্মশালায় ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান এবং স্বল্প সময়ে আবাদকৃত ধান নিয়ে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শ্যামল কুমার বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন ধান গবেষণা ইনস্টিটিউট কুষ্টিয়ার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান দেওয়ান।
কর্মশালায় কৃষকরা বোরো ধান চাষাবাদে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃষকদের কথা শুনে সেসব সমস্যা সমাধানের পরামর্শ প্রদান করেন।
কর্মশালায় কুষ্টিয়ার পার্শ্ববর্তী ৬ জেলার জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি (সেচ) কর্মকর্তাসহ কৃষক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।