চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা আনিচুর রহমান আনিচ, ছবি: সংগৃহীত

গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা আনিচুর রহমান আনিচ, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলার আসামি কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আনিচুর রহমান আনিচকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের হাসানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনিচকে তার গ্রামের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে একই মামলায় সদর উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিজু ও শহর যুবলীগের আহ্বায়ক সুজনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ইবি থানায় যুবলীগ ও ছাত্রলীগের মোট ছয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি করেন ঝিনাইদহের শেখপাড়া এলাকার আলামিন জোয়ার্দ্দার।