চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলার আসামি কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আনিচুর রহমান আনিচকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের হাসানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনিচকে তার গ্রামের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে একই মামলায় সদর উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিজু ও শহর যুবলীগের আহ্বায়ক সুজনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ইবি থানায় যুবলীগ ও ছাত্রলীগের মোট ছয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি করেন ঝিনাইদহের শেখপাড়া এলাকার আলামিন জোয়ার্দ্দার।