গাইবান্ধায় পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
গাইবান্ধা সদর উপজেলায় পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ঘাঘোয়া এলাকার মধুবিড়ি ফ্যাক্টরির পশ্চিম পাশের একটি ভিটায় কে বা কারা নবজাতকের মরদেহ ফেলে রেখে যায়। শনিবার সকালের দিকে শ্রমিকরা মাঠে কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে খোলাহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ বলেন, ধারণা করা হচ্ছে শিশুটি কারও অবৈধ সন্তান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।