গাইবান্ধায় মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আবুল কালাম আজাদ (৪০) নামের এক মসজিদ ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম আজাদ উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের বাসিন্দা। তিনি পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর জামে মসজিদের পেশ ইমাম।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজ পড়াতে বাড়ি থেকে বের হলে আবুল কালাম আজাদ আর ফিরে আসেনি। খোঁজাখুঁজির পর ওই ইউনিয়নের দেবত্তর গ্রামের একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। তবে তার মৃত্যুটি রহস্যজনক হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে নানান গুঞ্জন শোনা গেছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।