পীরগাছায় মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
-
-
|
![ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2019/Oct/18/1571388011816.jpg)
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
রংপুরের পীরগাছায় লক্ষণ চন্দ্র (২৭) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লক্ষণ চন্দ্র ওই গ্রামের রমাকান্ত চন্দ্রের ছেলে।
এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে লক্ষণ চন্দ্রের পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন সকালে তিনি স্থানীয় বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফেরেন। দুপুরের দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেওয়া লক্ষণের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লক্ষণের মরদেহ উদ্ধার করে। লক্ষণ এক সন্তানের জনক বলে জানা যায়।
নিহতের ভাই প্রেমা চন্দ্র জানান, পারিবারিক কলহের জের ধরে লক্ষণ আত্মহত্যা করতে পারে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লক্ষণ নিহতের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।