কাঠ কুড়াতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

মায়ের সঙ্গে কাঠ কুড়াতে গিয়ে ট্রাকচাপায় তাজিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দে এনডিপির অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তাজিম উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, তাজিম নামে এক শিশু তার মায়ের সঙ্গে এনডিপির পাশে রাস্তার উপরে পড়ে থাকা কাঠ কুড়াচ্ছিল। এ সময় একটি ট্রাক তাজিমকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

বিজ্ঞাপন