এখনো লাইনে বসে অপেক্ষা করেন তারা!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

এখনো লাইনে বসে অপেক্ষা করেন তারা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এখনো লাইনে বসে অপেক্ষা করেন তারা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নদী বেষ্টিত জেলা গাইবান্ধা। জেলাটিতে প্রতি বছরই স্বাভাবিক বন্যা হয়ে থাকে। তবে এবার বয়ে গেছে স্মরণকালের ভয়াবহ বন্যা। এতে করে ঘরবাড়ি, ফসল ও পশুপাখিসহ সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন অনেকে।

এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ লাখ মানুষ। এর মধ্যে ছিন্নমূল পরিবারগুলোর দুর্ভোগের অন্ত নেই। তারা এখনো ত্রাণ বা অন্যান্য সাহায্য পেতে এদিক সেদিক ছোটাছুটি করেন। কিছু পাবার আশায় লাইনে বসে অপেক্ষা করেন।

বিজ্ঞাপন

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এমনই এক চিত্র দেখা গেল গাইবান্ধার ফুলছড়ি এলাকায়। সেখানে শত শত নারী-পুরুষ লাইনে বসে অপেক্ষা করছেন। তারা কিছু পাবেন এমন আশায়। এখানে বন্যা দুর্গতদের আর্থিক সাহায্য প্রদান করতে এসেছেন গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ ইনক নামের একটি সংগঠন। তারা অপেক্ষামান মানুষদের হাতে তুলে দিলেন নগদ অর্থ । যেটুকুই পেলেন এতে খুশি অভাবী মানুষরা।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ফুলছড়িত উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, আওয়ামী লীগ নেতা সৈয়দ জাভেদ, সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদস্য মোস্তাকুর রহমান রেজভি, জিয়াউল জনি ও সাবেক সেনা সদস্য তাজুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা বলেন, আমরা যে সাহায্য নিয়ে এসেছি তা খুবই কম। আগামীতে আরও বড় ধরনের সাহায্য নিয়ে আপনাদের মাঝে আসতে চাই।