জামালপুরে ঘুষের টাকাসহ অফিস সহকারী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

জামালপুরে ঘুষের টাকাসহ অফিস সহকারী আটক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জামালপুরে ঘুষের টাকাসহ অফিস সহকারী আটক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালানোর সময় ঘুষের ১ লাখ ৩৩ হাজার টাকাসহ অফিস সহকারী গোলাম মোস্তফা খোকনকে আটক করেছে দুদক।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল দুদকের উপ পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটক গোলাম মোস্তফা সদর উপজেলার নরুন্দি মিরাপুর গ্রামের কাজী আব্দুস সালামের ছেলে।

টাঙ্গাইল দুদকের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, হাসপাতালের ২৪ জন নার্সের বিনোদন ভাতার আবেদন আটকে রেখে অফিস সহকারী গোলাম মোস্তফা জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৩৬ হাজার টাকা ঘুষ দাবি করে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ওই ৩৬ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাসপাতালের অফিস সহায়ক গোলাম মোস্তফা খোকনকে আটক করা হয়। পরে তার পকেট থেকে ২৭ হাজার ৩২ টাকা ও আলমারি থেকে ৭০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকা উদ্ধার করে দুদক।

এছাড়াও আটককৃত গোলাম মোস্তফার বিরুদ্ধে বেতন বিলের চেক, মাতৃত্বকালীন ছুটির আবেদন আটকে রেখে ঘুষ গ্রহণের অভিযোগও রয়েছে। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

দুদকের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান আরও বলেন, আটককৃত গোলাম মোস্তাফার বিরুদ্ধে এজাহার দায়ের শেষে আদালতে পাঠানো হবে।