খড়ের পালার পাশে অস্ত্র-গুলি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জয়পুরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার করা শুটার গান। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উদ্ধার করা শুটার গান। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের খড়ের পালার পাশ থেকে একটি শুটার গান, ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) সকালে পরিত্যক্ত অবস্থায় ওই শুটার গানসহ গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে নবীর উদ্দীন সকালে প্রতিদিনের মতো গরুকে খাবার দেয়ার জন্য বাড়ির পাশে খড়ের পালার কাছে যান। পরে সেখানে শুটার গানসহ গুলি দেখতে পান তিনি। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুটার গান, ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।