কুষ্টিয়ায় কৃষক হত্যায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কৃষক হানিফ খামারু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ দণ্ড দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত হানিফ খামারুর দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম, ভাইয়ের ছেলে মুকুল হোসেন, প্রতিবেশী আসমত আলী মণ্ডল ও শ্যামল প্রামাণিক।

জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় স্ত্রীর নির্দেশে ২০১৭ সালের ১০ এপ্রিল রাত ১টায় আসামি মুকুল, আসমত এবং শ্যামল মিলে হানিফ খামারুর গলায় গামছা পেঁচিয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মাধবপুর মৌজার আবুল মাস্টারের পতিত জমিতে ফেলে রাখে।

বিজ্ঞাপন

এ ঘটনায় হানিফ খামারুর ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।