ইলিশ না ধরে জীবিকা নির্বাহে ৩৫০ জেলেকে চাল প্রদান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে,  ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ইলিশের প্রজনন মৌসুমে গাইবান্ধার নদী পাড়ের জেলেরা যেন ইলিশ মাছ শিকার না করে জীবিকা নির্বাহ করতে পারে এজন্য ৩৫০ জেলেকে চাল প্রদান করেছে জেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা মৎস্য বিভাগের আয়োজনে জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এ চাল বিতরণী কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

সদর উপজেলার কামারজানি ইউনিয়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন। জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় ব্যানার্জি, কামারজানি ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম, সাংবাদিক সাদ্দাম হোসেন পবন, শহিদুজ্জামান সরকার ও মৎস্যজীবী প্রতিনিধি সেকেন্দার আলী আবদুস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন