গাইবান্ধার আলোচিত মাদক ব্যবসায়ী ঠাণ্ডা মিয়া গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

আলোচিত মাদক ব্যবসায়ী ঠাণ্ডা মিয়া, ছবি: সংগৃহীত

আলোচিত মাদক ব্যবসায়ী ঠাণ্ডা মিয়া, ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী ও হাফ ডজন মামলার আসামি ঠাণ্ডা মিয়াকে (৪৪) হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার আরাজি সাহাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ঠাণ্ডা মিয়া ওই গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট গঠন করে মাদক ব্যবসা করে আসছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ঠাণ্ডা মিয়ার বসতবাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করার হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।'

বিজ্ঞাপন