সাদুল্লাপুরের কামারপাড়া ইউপি সদস্য নির্বাচিত হলেন সোহেল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

গাইবান্ধার সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়ন (ইউপি) সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) এ নির্বাচনে মো. সোহেল রানা তালা প্রতীকে ৭০৭ ভোট পেয়ে সদস্য পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিপি বেগম মোরগ প্রতীকে ৭০৪ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

কামারপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কিশামত বাগচি সিনিয়র মাদরাসা কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় জানান, কেন্দ্রটিতে ২ হাজার ১৯৬ জন ভোটার ছিল। শতকরা ৬৫.৫৭ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, কামারপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য বাবলু সরদার গত জুলাই মাসে মারা যান। এ কারণে ওই পদটি শূন্য হয়। আজ এ পদে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।