শিশুদের অধিকার নিশ্চিত করার আহ্বান
শিশুরাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তাই শিশু অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে গাইবান্ধার শিশুরা।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে গাইবান্ধা শিশু একাডেমি কার্যালয়ে আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপণী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে শিশু মাহী ও কেয়ামনি জানান, বর্তমান সরকার শিশুদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তবে এসব সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। আরও উপস্থিত ছিলেন- গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাহিত্যিক সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, শিশু একাডেমির প্রশিক্ষক উত্তম সরকার, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের মেহেদী হাসান, তাওহিদ তুষার প্রমুখ।
জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারাই পারবে এদেশকে সুন্দর সোনার বাংলায় রূপান্তর করতে। সুতরাং শিশুদের অধিকার নিশ্চিত করতে ও তাদের সুশিক্ষা দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’