ভোলায় আতশবাজিতে যুবক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনে আতশবাজির আগুনে পুড়ে আজাদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা বিশ্ববিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, গত ১৩ অক্টোবর রোববার চরফ্যাশন পৌর এলাকার জনতা রোডে মৃত আজাদের শরীরে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে আজাদ তার ওষুধের দোকানের পেছনে কাজ করছিলেন। এ সময় পূজা উপলক্ষে দোকানের পাশেই আতশবাজি ফুটছিল। এ সময় একটি আতশবাজি আজাদের পাশে থাকা একটি তেলের ড্রামে এসে পড়ে। এতে মুহূর্তেই আগুন ধরে আজাদের শরীরে ছড়িয়ে পড়ে। আগুনে আজাদের ৬০ ভাগ পুড়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আরেফীন বলেন, ‘বিষয়টি নিয়ে মৃত আজাদের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’