ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ১
ঘুষ লেনদেনের সময় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ২১ হাজার টাকাসহ আতিকুল ইসলাম নামের এক অফিস সহায়ককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুর দুদকের একটি দল ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে।
আটককৃত আতিকুল ইসলাম নেত্রকোনা জেলার রহমত আলীর ছেলে।
দুদকের দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, আতিকুল ইসলাম পাসপোর্ট করে দেয়ার নামে প্রতারণা করে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সহিম উদ্দীন নামের এক ব্যক্তির কাছ থেকে ২১ হাজার টাকা হাতিয়ে নেন। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়।