নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙ্গা নদী থেকে জাকির হোসেন (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধর্মদহ কারিগরপাড়া এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

বিজ্ঞাপন

জাকির হোসেন ধর্মদহ গ্রামের শাহারুল ইসলামের ছেলে এবং উপজেলার ডিজিটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জাকিরের স্বজন ও এলাকাবাসী জানায়, রোববার দুপুরে এলাকাবাসীর সঙ্গে সে মাথাভাঙ্গা নদীর ধর্মদহ পয়েন্টের কাছে গোসল করতে যায়। এ সময় নদীর প্রবল স্রোতে সে মুহূর্তেই তলিয়ে যায়। এলাকাবাসী নদীতে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে প্রায় ২৪ ঘণ্টা চেষ্টার পর সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন