মেঘনায় পুলিশ জেলে সংঘর্ষে আহত ৬

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত জেলে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আটককৃত জেলে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চাঁদপুরে অভয়াশ্রম এলাকায় নৌ-পুলিশের অভিযানে জেলেদের সঙ্গে সংঘর্ষে দুই জেলে, দুই পুলিশ সদস্য ও স্পীডবোট চালকসহ ৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জেলেকে আটক করেছে। 

সোমবার (১৪ অক্টোবর) ভোরে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁদপুরে দায়িত্বরত নৌপুলিশের এসপি জমশের আলীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

চাঁদপুর নৌ-থানা পুলিশ জানায়, সোমবার ভোরে নৌ-পুলিশ অভিযান চালায়। এসময় নদীতে কয়েকজন জেলেকে দেখতে পাওয়া যায়। তাদের আটক করতে গেলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং দলবদ্ধ হয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় তাদের কাছ থেকে ২১ কেজি মা ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট-জাল জব্দ করা হয়।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খান জানান, আটক জেলেদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। আজই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।