আটপাড়া উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ভোট দিচ্ছেন এক ভোটার, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভোট দিচ্ছেন এক ভোটার, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

শান্তিপূর্ণ পরিবেশে চলছে নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে আটপাড়া উপজেলার সাতটি ইউনিয়নের ৫৩টি কেন্দ্রে সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

Election

বিজ্ঞাপন

তবে উপজেলার তেলীগাতী বিএনএইচ একাডেমি কেন্দ্রসহ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম মনে হয়েছে।

নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ছয়জন করে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় মোট ১ লাখ ৮ হাজার ৯৭৭ জন ভোটার রয়েছেন। যার মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৫০৬ জন ও নারী ভোটার রয়েছেন ৫৪ হাজার ৪৭১ জন।