গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় মোজহার আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজহার আলী গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচড় গ্রামের মৃত নমীর উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খালেক এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব ১৫-০৯৯৮) রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় গোবিন্দগঞ্জ শহরের অদূরে মোজহার আলী মহাসড়ক পার হওয়ার সময় বাসটি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোজহার আলী।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ রতন শর্মা বার্তাটোয়েন্টিফোর.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন