ঠাকুরগাঁও উপজেলা আ.লীগের সভাপতি টিটো, সাধারণ সম্পাদক মোশারুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

বামে সভাপতি টিটো, ডানে সাধারণ সম্পাদক মোশারুল। ছবি: সংগৃহীত

বামে সভাপতি টিটো, ডানে সাধারণ সম্পাদক মোশারুল। ছবি: সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ২য় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. অরুনাংশু দত্ত টিটো ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোশারুল ইসলাম সরকার।

রোববার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় প্রথম অধিবেশন শেষে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. দবিরুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে সকালে এই সম্মেলন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রধান অতিথি হিসেবে এক আলোচনা সভায় এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, নারী সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।