৬ বছর পর ঠাকুরগাঁও উপজেলা আ'লীগের সম্মেলন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের সম্মেলন, ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সম্মেলন, ছবি: সংগৃহীত

দীর্ঘ ৬ বছর পর ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে সেখানে প্রধান অতিথি হিসেবে এক আলোচনা সভায় এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম, মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০১৩ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের এই সম্মেলন হয়েছিল।