কুষ্টিয়ায় সাড়ে ৮ কেজি গাজাসহ আটক ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে সাড়ে আট কেজি গাজাসহ হান্নান উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) সকালে শহরতলীর চৌড়হাস মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হান্নান উদ্দিন বগুড়া জেলার শৈলমারী এলাকার কফিল উদ্দিনের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌড়হাস মোড়ের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় হান্নান উদ্দিনের ব্যাগে বিশেষ কায়দায় রাখা সাড়ে ৮কেজি গাজাসহ তাকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আটক হান্নানের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।