ইলিশ শিকারের দায়ে ২ জেলে আটক
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ইলিশ মাছ শিকারের দায়ে ২ জেলেকে আটক করেছে ভ্রমমাণ আদালত। শনিবার (১২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কামারজানি ও
মোল্লাচর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাছ শিকারের ১ হাজার মিটার জাল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, আবদুল আলিম (৫০) ও রাজু মণ্ডল (৪৫)। তারা সদর উপজেলার বাসিন্দা।
জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে বিভিন্ন হাট-বাজার ও নদীতে মোবাইল কোর্ট পরিচালিত করা হচ্ছে। শনিবার আবদুল আলিম ও রাজু মণ্ডল নামে দুইজনকে ইলিশ মাছ শিকারের সময় কারেন্ট জালসহ আটক করা হয়েছে। এবং জব্দকৃত কারেন্টজাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, সহকারী মৎস্য কর্মকর্তা মজিবর রহমান ও ক্ষেত্র সহকারী রেজাউল করিম।