গাইবান্ধার বাজারে শীতের সবজি কিন্তু দাম বেশি
গাইবান্ধা জেলার বিভিন্ন হাট-বাজারে দিনদিন বাড়ছে শীতকালীন সবজির আমদানি। আমদানি অব্যাহত থাকলেও, দাম বেশি । চড়া দাম হওয়ায় সাধারণ ক্রেতারা সবজি কিনতে হিমশিম খাচ্ছেন। সেই সাথে পেঁয়াজ যেন সোনার হরিণ।
জানা গেছে, গাইবান্ধা জেলায় গেল বন্যায় ক্ষতিগ্রস্থ শ্রমজীবী মানুষ সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। গো-খাদ্যের সংকটসহ বেড়েই চলছে সবজির দাম। সেই সঙ্গে পেঁয়াজের গায়ে যেন আগুন লেগেছে। প্রতিটি সবজির দাম দ্বিগুণ হারে বেড়ে যাওয়ায় ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে সবজি এখন সাধারণ মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে গাইবান্ধা শহরের পুরাতন বাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি হিসেবে ফুলকপি প্রতি কেজি ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, শিম ৭৫ টাকা, মূলা ৩০ টাকা, লাউ ৪০ (পিস প্রকার ভেদে) টাকা, করলা ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, পালং শাক ২৫ টাকা, লাল শাক ২০ টাকা, টমেটো ৮৫ টাকা, পটল ৪০ টাকা, ধনেপাতা ১০০ টাকা, ওল ৫০ টাকা ও পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি কিনতে আসা আমিনুর রহমান জানান, বর্তমানে সাধারণ মানুষ বাজার করতে গিয়ে অল্প কিছু সবজি কিনেই বাড়ি ফিরছেন। কারণ সবজির যে দাম তাতে সাধারণ শ্রমজীবী মানুষ হিমশিম খাচ্ছে।
সাদুল্লাপুর বাজারের সবজি বিক্রেতা আকু মিয়া বলেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধি হওয়ায় খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
ফুলছড়ি এলাকার সবজি চাষি খেতাব উদ্দিন বলেন, এবার ভয়াবহ বন্যা হয়েছে । ফলে শীতকালীন সবজি চাষে বিলম্ব হয়েছে। এবার চাষকৃত সবজি ক্ষেতে উৎপাদন হয়েছে কম। ফলে দাম একটু বেশি।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক, ড. এসএম ফেরদৌস বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, কিছুদিন আগে অতিবৃষ্টিতে সবজির জমিতে পানি উঠায় উৎপাদন কম হয়েছে । ফলে আমদানির তুলনায় চাহিদা বেশির কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে।