পঞ্চগড়ে অজগরের বাচ্চা উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত অজগরের বাচ্চা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উদ্ধারকৃত অজগরের বাচ্চা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে অজগর শাপের একটি বাচ্চা উদ্ধার হয়েছে। শুক্রবার (১১অক্টোবর) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগছ এলাকায় থেকে সাত ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মুর্খাগছ গ্রামের পাথর শ্রমিক আসাদ আলী ও তার শ্যালক পাথর তুলতে গেলে সকালে ভারতের সীমান্ত সংলগ্ন করতোয়া নদীর ধারে দেখতে পান একটি আজগর শাপ। তারা শাপটিকে ধরে নিয়ে আসলে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। শাপটি দেখতে আশপাশের এলাকা থেকে কয়েক শতাধিক মানুষের সমাগম ঘটে।

বিজ্ঞাপন

বনবিভাগের পঞ্চগড় নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এটি একটি অজগর সাপের বাচ্চা। বয়স আনুমানিক আড়াই-তিন মাস। ওজন প্রায় ১৫ কেজি ও লম্বা প্রায় সাত ফুট। শাপটি সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।’