কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মারা গেছেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

বীর মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন আহম্মেদ, ছবি: সংগৃৃহীত

বীর মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন আহম্মেদ, ছবি: সংগৃৃহীত

কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় তিনি আমেরিকার নিউইয়র্কে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী, তিন সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

তার ভাই শামীম আহম্মেদ বলেন, 'আমার ভাইয়ের তিন মেয়ে। আমেরিকার নিউইয়র্কে মেজো মেয়ের বাসায় বেশ কয়েকবছর ধরে অবস্থান করছিলেন তিনি। সেখানে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় নর্থ সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় তার মরদেহ ঢাকায় পৌঁছাবে।'

বিজ্ঞাপন

রোববার (১৩ অক্টোবর) নামাজে জানাজা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হতে পারে বলেও জানান তিনি।

তার মৃত্যুতে মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ সংগঠন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংঘঠনসমূহ।