আবরার হত্যা: পুলিশি বাধায় ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ
পুলিশি বাধার মধ্য দিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। পরে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভটি পালন করেন নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন বিক্ষোভে।
বিক্ষোভে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, সাধারণ সম্পাদক উহিদুল, যুগ্ম
সাধারণ সম্পাদক বাবু, যুবদলের সভাপতি আবু নূরসহ নেতাকর্মীরা।
এসময় আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেয় বক্তরা।