গাইবান্ধায় আট হাজার ‘সাইলো’ বিতরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় খাদ্য সংরক্ষণের জন্য সাইলো বিতরণ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধায় খাদ্য সংরক্ষণের জন্য সাইলো বিতরণ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আট হাজার পরিবারের মাঝে খাদ্য সংরক্ষণ করে রাখতে ‘সাইলো’ (খাদ্য সংরক্ষণের বিশেষ ব্যবস্থা) বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকালে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় এসব সাইলো বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে সাইলো বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল হালিম টলস্টয়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুকুম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গ্রামীণ মানুষের খাদ্য মজুদ রাখার লক্ষে এই সাইলো বিতরণ করা হচ্ছে।’

বিজ্ঞাপন