‘লোকসান ঠেকাতে যৌথভাবে জুটমিল পরিচালনা করার পরিকল্পনা’

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, সরকারি জুট মিলগুলোতে লোকসান ঠেকাতে সরকার ও ব্যক্তি মালিকানায় যৌথভাবে পরিচালনা করার পরিকল্পনা করছে সরকার। নানা পদক্ষেপ গ্রহণ করেও সরকারি জুট মিলগুলো শুধু লোকসানই গুনতে হচ্ছে।

অপরদিকে ব্যক্তি মালিকানায় পরিচালিত জুট মিলগুলো লাভের মুখ দেখছে। তাই সরকারি জুট মিলগুলোকেও সরকার ও ব্যক্তি মালিকানায় যৌথভাবে চুক্তির মাধ্যমে পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশে অবস্থিত জনতা জুটমিল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব। জুটমিলের শ্রমিকদের বকেয়া বেতন পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

এসময় স্থানীয় সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মো. বেলায়েত হোসেন, যুগ্ম সচিব মো. খুরশীদ আলম, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমীন, মন্ত্রীর একান্ত সচিব পরিতোষ হাজরা, সহকারী একান্ত সচিব এমদাদুল হকসহ জনতা জুটমিলের পরিচালকগণ উপস্থিত ছিলেন।