ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নাগারদিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন বাগেরহাট জেলার ফিরোজা বেগম (৩৬) ও লিটন শেখ (৩৫)। এ ঘটনায় অপর নিহতের পরিচয় এখানো জানা যায়নি।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে ভাঙ্গা হাসপাতালে নিলে এক যাত্রীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, সোমবার দিনগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির এ যাত্রীবাহী পরিবহনটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।